Bangla Awas Yojana 2025: কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের টানা পড়নে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ বাড়ি করার জন্য টাকা পাচ্ছিল না। কিন্তু সেই সমস্যার সমাধান হওয়ায় প্রথম কিস্তির টাকা উপভোক্তার একাউন্টে জমা হয়ে গেছে।
দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে ? কিভাবে দেবে টাকাটা? তার জন্য কি কি করতে হবে উপভোক্তাকে সমস্ত বিষয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
বাংলা আবাস যোজনা
প্রতিটা মানুষের স্বপ্ন থাকে তার একটা সুন্দর বাড়ি হবে। তার জন্য তারা সারা জীবন রোজগার করে বাড়ি তৈরি করার জন্য। কিন্তু বর্তমান সময়ে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি হওয়ার জন্য বিশেষ করে একদম সাধারণ গৃহীন দরিদ্র মানুষ যাদের পক্ষে ঘর করা সম্ভব হয়ে ওঠে না। তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব বাড়ি তৈরি করার জন্য আর্থিক সাহায্য প্রদান করে। তাই এই প্রকল্পের নাম বাংলা আবাস যোজনা।
প্রথম কিস্তির টাকা (Bangla Awas Yojana 2025)
রাজ্য সরকার প্রথম কিস্তির টাকা উপভোক্তার একাউন্টে অলরেডি দিয়ে দিয়েছে। তার জন্য সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত রকম ভেরিফিকেশন করে উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে।
দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে পাবেন?
Bangla Awas Yojana 2025: প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তার একাউন্টে দেওয়ার পর রাজ্য সরকার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তার ব্যাংক একাউন্টে দেওয়ার জন্য কিছু নিয়ম চালু করেছেন সেগুলি হল-UDIN ভেরিফিকেশন।
Read More: নতুন আবাসের ঘর পাওয়ার সহজ উপায়! দিদিকে বলো তে ফোন করলেই।
UDIN ভেরিফিকেশন কি? (Bangla Awas Yojana 2025)
বিশেষ করে প্রত্যন্ত গ্রামীন এলাকার সাধারণ মানুষের মনের মধ্যে একটা গভীর প্রশ্ন দানা বেধেছে যেটা হল ইউডিআইএন। এই UDIN ভেরিফিকেশন হলো আধার ভেরিফিকেশন। যেটা মোবাইল otp এর মাধ্যমে করা হয় থাকে।
UDIN ভেরিফিকেশনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন ?
সাধারণত এই ভেরিফিকেশনের জন্য উপভোক্তাদের যে যে নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলি হল
- Awas plus এর আইডি নম্বর।
- আধার কার্ড।
- মোবাইল ফোন।
উল্লেখযোগ্য বিষয় হলো উপভোক্তার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে।
UDIN ভেরিফিকেশন কোথায় হয়
Bangla Awas Yojana 2025: প্রত্যন্ত গ্রামীণ এলাকার সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন হল যে এই ভেরিফিকেশন কোথায় হয়।
- এই ভেরিফিকেশন রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত অফিস থেকে আপনি করিয়ে নিতে পারেন।
- এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার কিছুদিনের মধ্যেই আপনাদের একাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা ঢুকে যাবে।
UDIN Verification | Click Here |
Read More: BSK মাধ্যমে রাজ্য সরকারের আয় বেড়েছে দ্বিগুণ! কীভাবে? বিস্তারিত জানুন।
Read More : ফসলের ক্ষতিপূরণের টাকা ঢোকা শুরু হল! আপনার টাকা কবে ঢুকবে? দেখে নিন এক নজরে।
Read More : বিএসকে-তে মিলছে নতুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড! কিভাবে আবেদন করবেন জেনে নিন।