BSF Recruitment 2025 নতুন বছরের শুরুতে ভারতবাসীর কাছে মাতৃ ভূমি রক্ষা করার বিশাল সুযোগ তৈরি হয়েছে। এর ফলে দেশের অনেক বেকার যুবক-যুবতী ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চায়, যাতে তারা মাতৃভূমির রক্ষা এবং দেশের নিরাপত্তায় অংশীদার হতে পারে।। ভারতীয় আধা সেনাবাহিনী সেই সমস্ত বেকার যুবক যুবতীদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের অনেকগুলি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
এখানে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন? কোন কোন পদে নিয়োগ করা হবে? শূন্য পদের সংখ্যা কত রয়েছে ?কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কেমন হবে? বেতন কত পেতে পারেন ?সমস্ত কিছুর বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা বা দপ্তর
BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স), CISF, ITBP, CAPE, AR.
পদ (BSF Recruitment 2025)
1) Sub-Inspector
2) Head Constable
3) Stenographer
4) Assistant Sub-Inspector
5) Havildar
মোট শূন্য পদ
এখানে প্রধানত অনেকগুলি বিভাগ মিলে ২৫২ টি পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন (BSF Recruitment 2025)
Sub-Inspector পদে কর্মীর বেতন লেভেল ৫ অনুযায়ী মাসে ২৯,২০০/- টাকা থেকে ৯২৩০০/- টাকা। আর Head Constable পদে কর্মীর বেতন লেভেল ৪ অনুযায়ী মাসে ২৫,৫০০/-টাকা থেকে ৮১,১০০/- টাকা।
Read More: উচ্চ-মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ.
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীর যেকোনো শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এখানে ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে কর্মীদের অন্ততপক্ষে ৫ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বয়স সীমা
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি
BSF Recruitment 2025 নিয়োগ পদ্ধতি প্রধানত বিজ্ঞপ্তি অনুসারে প্রথমত লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, দক্ষতা ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হলে প্রতিটি চাকরিপ্রার্থীদের নিজের হাতে লিখে আবেদন পত্রটি জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না। তবে আবেদনটি ২১-০১-২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্রে জমা দিতে হবে।
Official Notification | Download Now |
Official Website | Click Here |